Amar Sangbad
ঢাকা রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫,

জয়পুরহাটে পণ্যবাহী ট্রাকে চাঁদাবাজি, গ্রেপ্তার ২

জয়পুরহাট প্রতিনিধি

জয়পুরহাট প্রতিনিধি

ফেব্রুয়ারি ৬, ২০২৪, ০৭:৩৮ পিএম


জয়পুরহাটে পণ্যবাহী ট্রাকে চাঁদাবাজি, গ্রেপ্তার ২

কাঁচা সবজি ও পণ্যবাহী ট্রাকের গতিরোধ করে চাঁদা আদায়কারী দুজনকে চাঁদার নগদ অর্থ ও সরঞ্জামসহ গ্রেপ্তার করেছে র‌্যাব।

গ্রেপ্তারকৃতরা হলেন- আব্দুর রাজ্জাক (৫৭) ও তহিদুল ইসলাম খোকন (৫২)।

মঙ্গলবার সকালে র‌্যাব-৫ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, র‌্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের অভিযানিক দল নওগাঁ জেলার বদলগাছী থানাধীন গোবরচাঁপা এলাকায় অভিযান পরিচালনা করে কাঁচা সবজি ও পণ্য পরিবহনের ট্রাক থেকে চাঁদা আদায় করার সময় চাঁদার নগদ অর্থ ও চাঁদা আদায়ের রসিদ বইসহ তাদেরকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার রাজ্জাক দীর্ঘদিন ধরে গোবরচাঁপা এলাকায় কাঁচা সবজি ও পণ্যবাহী ট্রাক থেকে স্থানীয় রাজনীতিবীদ ও প্রভাবশালীদের নাম ব্যবহার করে চাঁদা তুলে আসছিল এবং তহিদুল তার সহযোগী হিসেবে কাজ করত।

যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করতে তাদেরকে বদলগাছী থানায় হস্তান্তর করা হয়েছে।

ইএইচ

Link copied!