Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

মিয়ানমারে সংঘাত

টেকনাফ দিয়ে বাংলাদেশে আরও ৬৩ সীমান্তরক্ষী

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

ফেব্রুয়ারি ৭, ২০২৪, ০১:৪০ পিএম


টেকনাফ দিয়ে বাংলাদেশে আরও ৬৩ সীমান্তরক্ষী
বিজিপি সদস্যদের নিরস্ত্র করে হেফাজতে নিয়েছে বিজিবি। ছবি: সংগৃহিত

অভ্যন্তরীণ সংঘর্ষের জেরে মিয়ানমারের বর্ডার গার্ড পুলিশসহ (বিজিপি) বিভিন্ন বাহিনীর আরও ৬৩ জন সদস্য বাংলাদেশে প্রবেশ করেছে। বুধবার (৭ ফেব্রুয়ারি) সকালে টেকনাফের হোয়াইক্যং সীমান্ত দিয়ে তারা বাংলাদেশে প্রবেশ করে।

ফলে নতুন আগত ৬৩ জনকে নিয়ে দেশটি থেকে আসা বিভিন্ন বাহিনীর সদস্যের সংখ্যা দাঁড়ালো ৩২৭। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) তাদেরকে নিরস্ত্রী করে নিরাপদ আশ্রয়ে রাখা হয়েছে বলে জানা গেছে।

এদিকে, মিয়ানমার থেকে বাংলাদেশে পালিয়ে আসা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের ফিরিয়ে নিতে প্রস্তুত মিয়ানমার- সকালেই এমন তথ্য জানিয়েছিলেন বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী।

বুধবার (৭ ফেব্রুয়ারি) বান্দরবানের তুমব্রু সীমান্ত পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি। এর আগে, সকাল সাড়ে ১০টার দিকে তুমব্রু সীমান্তে যান বিজিবি মহাপরিচালক। সেখান থেকে তমব্রু বিওপিতে যান। সেখানে সার্বিক কার্যক্রম পরিদর্শন করেন তিনি।

আরএস

Link copied!