Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

‘আইজিপি পুরস্কার’ পেল খাগড়াছড়ি জেলা পুলিশ

খাগড়াছড়ি প্রতিনিধি

খাগড়াছড়ি প্রতিনিধি

ফেব্রুয়ারি ৭, ২০২৪, ০২:১৫ পিএম


‘আইজিপি পুরস্কার’ পেল খাগড়াছড়ি জেলা পুলিশ

খাগড়াছড়ি জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, চোরাচালান উদ্ধার, ক্লুলেস মামলার রহস্য উদ্‌ঘাটনসহ মোট ৬টি কাজের স্বীকৃতিস্বরূপ ‘আইজিপি পুরস্কার’ পেয়েছে খাগড়াছড়ি জেলা পুলিশ। জানুয়ারি মাসের সার্বিক মূল্যায়নে এ পুরস্কার দেওয়া হয়েছে।

রবিবার খাগড়াছড়ি জেলার পুলিশ সুপার মুক্তা ধর পিপিএম (বার) বিষয়টি নিশ্চিত করেছেন।

৬টি কাজের স্বীকৃতিস্বরূপ পুরস্কার প্রাপ্তিতে বাংলাদেশ পুলিশের প্রধান ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে খাগড়াছড়ির পুলিশ সুপার মুক্তা ধর পিপিএম (বার) বলেন, এ পুরস্কার অর্জন আমাদের বিশ্বাস দায়িত্ব পালনের ক্ষেত্রে জেলা পুলিশের সকল পর্যায়ের কর্মকর্তাদের আরও উৎসাহিত ও উদ্দীপ্ত করবে।

ইএইচ

Link copied!