Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

আশুলিয়ায় ব্যবসায়ীকে গলাকেটে হত্যা

আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি

আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি

ফেব্রুয়ারি ৭, ২০২৪, ০২:৩১ পিএম


আশুলিয়ায় ব্যবসায়ীকে গলাকেটে হত্যা

সাভারের আশুলিয়ায় একটি ডেইরি ফার্মের ভেতরে কাজিম উদ্দিন মাদবর (৫০) নামে এক ব্যবসায়ীকে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। খবর পেয়ে পুলিশ ও র‌্যাবের একাধিক টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে।

বুধবার সকাল ১০টার দিকে আশুলিয়ার উত্তর ডেন্ডাবর এলাকার নিজের ডেইরি ফার্মের ভেতরে তার মরদেহ দেখতে পায় পরিবার। পরে পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে নিহতের মরেদহ উদ্ধারে করে।

নিহত কাজিম উদ্দিন মাদবর (৫০) আশুলিয়ার ডেন্ডাবর উত্তর পাড়া এলাকার ওয়াজ উদ্দিন মাদবরের ছেলে। তিনি লিপি ডেইরি ফার্মের মালিক।

ফার্মের কর্মচারী আব্বাস আলি বলেন, আমি মুজারমিলে থাকি। ওখানে আমার বাসা। প্রতিদিন সকাল থেকে বিকাল পর্যন্ত আমি এখানে কাজ করি। আজ সকালে আমি ফার্মে এসে ওই রুমে তালা দেখতে পাই। পরে মালিকের স্ত্রী এসে রুমের তালা খুলেন। তালা খোলার পরে সে কান্না শুরু করেন। পরে কান্নার শব্দ শুনে আমি এগিয়ে আসি। পরে দেখি মালিকের গলাকাটা লাশ পড়ে আছে।

আশুলিয়া থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) মিজানুর রহমান বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পরিদর্শন করেছি। হত্যাকাণ্ডের রহস্য উন্মোচনে কাজ চলছে।

ইএইচ

Link copied!