Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪,

বাঁশখালীতে সংস্কারের এক বছরে সড়কের বেহাল দশা

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি

ফেব্রুয়ারি ৭, ২০২৪, ০২:৫১ পিএম


বাঁশখালীতে সংস্কারের এক বছরে সড়কের বেহাল দশা

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার সরল ইউনিয়নের ৫নং ওয়ার্ড মিনঝিরতলা সড়কটির বেহাল দশা। শুষ্ক মৌসুমে যেমন তেমন বর্ষা আসলে চরম ভোগান্তি পোহাতে হয় এ এলাকার সাধারণ জনগণকে।

বিশেষ করে সরল ইউনিয়নের ৪, ৫, ও ৬নং ওয়ার্ডে গত দশ বছরের মধ্যে সড়ক মেরামত বা সংস্কার কাজ করতে দেখা যায়নি। তবে গত অর্থবছরে সরল ইউনিয়নের ৫নং ওয়ার্ড মিনঝিরতলা আইম্যার পাড়া প্রধান সড়কটি সংস্কার করা হলেও এক বছরের মাথায় ইটগুলো খুলে গিয়ে খানাখন্দ সৃষ্টি হয়েছে। এতে সড়কটি দিয়ে চলাচল করা স্থানীয়দের ভোগান্তি পোহাতে হয়।

এ রাস্তা দিয়ে প্রতিনিয়ত স্কুল, মাদরাসা, কলেজের ছাত্র-ছাত্রী ও সাধারণ পথচারীসহ হাজার হাজার লোকজন চলাচল করেন। সরেজমিনে গিয়ে দেখা যায়, সড়কটি ব্রিকসলিংয়ের মাধ্যমে উন্নয়ন করা হলে ও বছর না যেতেই ইটগুলো সরে যায়।

সড়কটির বিষয়ে সরল ইউনিয়নের চেয়ারম্যান রশিদ আহমেদ চৌধুরীর সঙ্গে কথা বলার জন্য সরকারি বোর্ড অফিসে গেলে তিনি শহরে আছেন বলে কল কেটে দেন। এলাকার লোকজন বলেছেন চেয়ারম্যান সপ্তাহে একবার বোর্ড অফিসে আসেন।

এ বিষয়ে ক্বারী আহমুদুল বলেন, এটা হচ্ছে আমাদের সাবেক এমপি মোস্তাফিজুর রহমান চৌধুরীর ইউনিয়ন এবং ওনার চাচা বর্তমান চেয়ারম্যান রশিদ আহমেদ চৌধুরীর ইউনিয়ন। এসব বড় বড় জনপ্রতিনিধির ইউনিয়ন যদি এমন হয় বাকি ইউনিয়নগুলোর অবস্থা আপনারা ধারণা করতে পারেন।

এলজিইডির বাঁশখালী উপজেলা প্রকৌশলী কাজী ফাহাদ বিন মাহমুদ বলেন, গত অর্থবছরে সরল ৫নং ওয়ার্ডের সড়কটির ব্রিকসলিং কাজ করা হয়। এ বছর বিভিন্ন সময় বন্যার জন্য একটু সমস্যা হয়েছে। আশা করছি এটা দ্রুত মেরামত হবে। বর্তমান এমপি সরল ইউনিয়ন নিয়ে উন্নয়ন করার জন্য খুবই আগ্রহী। আশা করছি সব কিছু এই অর্থবছরের মধ্যে শেষ হয়ে যাবে।

ইএইচ

Link copied!