Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

বাজারের ফুটপাত দখলমুক্ত করতে সভা

রাজস্থলী (রাঙামাটি) প্রতিনিধি

রাজস্থলী (রাঙামাটি) প্রতিনিধি

ফেব্রুয়ারি ৭, ২০২৪, ০৭:৫৪ পিএম


বাজারের ফুটপাত দখলমুক্ত করতে সভা

রাঙামাটির রাজস্থলী উপজেলার ৩নং বাঙালহালিয়া বাজারে অবৈধ ফুটপাত দখলমুক্ত, বান্দরবান-রাঙামাটি রুটের বাস অন্যস্থানে সরানো, সিএনজি, মাহিন্দ্রা টমটম নির্দিষ্ট স্থানে রাখা ও বাজারের সার্বিক পরিস্থিতি নিয়ে সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে বুধবার সকাল ১১টায় উপজেলা নির্বাহী অফিসার এ এইচ ইরফান উদ্দিন আহমেদের সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান উবাচ মারমা, সাবেক উপজেলা চেয়ারম্যান থোয়াইসুইখই চৌধুরী, ২নং গাইন্দ্যা ইউপি চেয়ারম্যান পুচিংমং মারমা, চন্দ্রঘোনা ও রাজস্থলী থানার পুলিশ ও বিভিন্ন কমিটির সভাপতি সাধারণ সম্পাদক উপস্থিত ছিলেন।

ইএইচ

Link copied!