Amar Sangbad
ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর, ২০২৪,

ঝিনাইদহে পৃথক ঘটনায় ৪ জনের আত্মহত্যা

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহ প্রতিনিধি

ফেব্রুয়ারি ৭, ২০২৪, ০৮:১৭ পিএম


ঝিনাইদহে পৃথক ঘটনায় ৪ জনের আত্মহত্যা

ঝিনাইদহে পৃথক ঘটনায় একই দিনে ৪ জন আত্মহত্যা করেছেন। এর মধ্যে একজন বিষপানে ও তিনজন গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে জানা গেছে।

মঙ্গলবার দিবাগত রাতে এ আত্মহত্যার ঘটনা ঘটে। পারিবারিক কলহের কারণে এই আত্মহত্যার ঘটনা ঘটেছে বলে স্থানীয় সূত্রে জানা যায়।

আত্মহত্যাকারীরা হলেন- ঝিনাইদহ সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নের বিষয়খালী গ্রামের জলিল মণ্ডলের ছেলে শমসের আলী (৬০), মহেশপুর উপজেলার মাটিলা বাগান পাড়ার মৃত হাবিবুর মণ্ডলের ছেলে ওছমান মন্ডল (৪২), একই উপজেলার যুগিরহুদা গ্রামের মৃত আব্দুস সাত্তারের ছেলে ইউছুপ আলী (৪২) ও শৈলকুপার পৌর এলাকার মুকুল চন্দ্র বাইনের ছেলে বিপ্লব বাইন (২২)।

পৃথক ৪টি ঘটনায় আত্মহত্যার খবর পেয়ে পুলিশ তাদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।

ঝিনাইদহ সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক এবং পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার দিবাগত রাতে ঝিনাইদহ সদর উপজেলা, মহেশপুর ও শৈলকুপায় পৃথক ঘটনায় একজন বিষপান ও তিনজন গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে।

এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় পৃথক ৪টি ইউডি মামলা হয়েছে।

ইএইচ

Link copied!