Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

কুষ্টিয়ায় হাসপাতাল থেকে নবজাতক চুরি

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি

ফেব্রুয়ারি ৭, ২০২৪, ০৮:৪১ পিএম


কুষ্টিয়ায় হাসপাতাল থেকে নবজাতক চুরি
ছবি: সংগৃহীত

কুষ্টিয়ার দৌলতপুরে একটি বেসরকারি হাসপাতাল থেকে ৩ দিনের এক নবজাতক চুরির ঘটনা ঘটেছে। ওই নবজাতককে উদ্ধারে কাজ করছে পুলিশের একাধিক দল।

বুধবার দুপুরের দিকে উপজেলার আল্লার দর্গা এলাকায় নাসির গ্রুপের আনোয়ারা বিশ্বাস মা ও শিশু হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারে এ ঘটনা ঘটে।

হাসপাতালের সিসিটিভি ক্যামেরায় দেখা যায়, বোরকা পরিহিত লাল সোয়েটার গায়ে এক নারী নবজাতককে কোলে নিয়ে হাসপাতাল থেকে তড়িঘড়ি করে বের হয়ে যাচ্ছেন।

এ বিষয়ে শিশুটির মা রিয়া খাতুন বলেন, গত ৫ তারিখে আমার সিজারিয়ান অপারেশনের মাধ্যমে একটি ছেলে শিশু জন্ম হয়। বিয়ের পর এটাই আমার প্রথম বাচ্চা আমার মায়ের কোল থেকে বাচ্চাকে আদর করার কথা বলে নিয়ে যায়।

হাসপাতালের ম্যানেজার আব্দুর রাজ্জাক জানান, হাসপাতালে পর্যাপ্ত নিরাপত্তা আছে। পরিবারের লোকের কাছ থেকে নবজাতককে নিয়ে চলে গেলে এখানে হাসপাতাল কর্তৃপক্ষের কিছু করার নাই।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, আমরা ঘটনাস্থলে আছি। নবজাতককে উদ্ধারে পুলিশ কাজ করছে।

ইএইচ

Link copied!