Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

ফরিদগঞ্জে ফেনসিডিলসহ ৩ মাদককারবারি আটক

ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি

ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি

ফেব্রুয়ারি ৭, ২০২৪, ০৯:২০ পিএম


ফরিদগঞ্জে ফেনসিডিলসহ ৩ মাদককারবারি আটক

চাঁদপুরের ফরিদগঞ্জে গোপন সংবাদের ভিত্তিতে ৩০ বোতল ফেনসিডিল, ৪ কেজি গাঁজা ও দুটি মোটরসাইকেলসহ তিন মাদককারবারিকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার রাতে উপজেলার গুপ্টি পূর্ব ইউনিয়নের গল্লাক বাজার থেকে তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলেন- মাদককারবারি আবদুল কাদের জিলানী (৩৫), মো. গিয়াস উদ্দিন (৪৩) ও মো. পারভেজ (৩৩)।

আটক মাদককারবারি- আবদুল কাদের জিলানী সদর মডেল দক্ষিণ থানার মোহাম্মদপুর (উলুরচর) এলাকার মৃত আবিদ আলীর ছেলে, মো. গিয়াস উদ্দিন একই উপজেলার একবালিয়া এলাকার আলী আকবরের ছেলে ও মো. পারভেজ কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানার জগন্নাথপুর এলাকার মৃত সেলিমের ছেলে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা জানায়, তারা দীর্ঘদিন যাবৎ কুমিল্লা জেলার সীমান্তবর্তী এলাকা থেকে ফেনসিডিল এবং গাঁজা সংগ্রহ করে চাঁদপুর জেলার বিভিন্ন স্থানে বিক্রি করতেন।

এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইদুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে দীর্ঘ সময় অভিযান পরিচালনা করে ৩০ বোতল ফেনসিডিল, ৪ কেজি গাঁজা এবং মাদক পরিবহনের কাজে ব্যবহৃত দুটি মোটরসাইকেলসহ তাদেরকে আটক করে মাদক মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে।

তিনি আরও জানান, আটক মাদক কারবারিদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

ইএইচ

Link copied!