Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

মনপুরায় এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

মনপুরা (ভোলা) প্রতিনিধি

মনপুরা (ভোলা) প্রতিনিধি

ফেব্রুয়ারি ৮, ২০২৪, ০৩:০৩ পিএম


মনপুরায় এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

ভোলার মনপুরায় হাজীর হাট সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

বিদ্যালয়ের অধ্যয়নরত শিক্ষার্থীরা এ বিদায় সংবর্ধনার আয়োজন করে।

বৃহস্পতিবার সকাল ১১টায় হাজীর হাট সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে এ বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম. আলমগীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- মনপুরা উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি এ.কে.এম শাহাজান মিয়া। বিশেষ অতিথি ছিলেন- মনেয়ারা বেগম মহিলা কলেজের অধ্যক্ষ এম. মহিউদ্দিন আহম্মেদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) টিপু সুলতান।

এ সময় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা আ.লীগের সহ-সভাপতি এ. কে. এম শাহাজান মিয়া বলেন, আমার বিশ্বাস তোমরা পরীক্ষায় ভালো ফলাফল করবে। তোমরা অত্যন্ত মানবিক ও নৈতিক শিক্ষা পেয়েছ। তোমাদের শৃঙ্খলা দেখে আমি মুগ্ধ।

অনুষ্ঠানে এছাড়াও উপস্থিত ছিলেন, হাজীর হাট ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আবুল কাসেম, মনপুরা সরকারি কলেজের বাংলা বিভাগের প্রভাষক মো. হুমায়ুন কবির, উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক সুমন ফরাজী প্রমুখ।

ইএইচ

Link copied!