Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

কক্সবাজারে শিশু হত্যা মামলার প্রধান আসামি আটক

রাশেদুল ইসলাম, কক্সবাজার

রাশেদুল ইসলাম, কক্সবাজার

ফেব্রুয়ারি ৮, ২০২৪, ০৬:৩৪ পিএম


কক্সবাজারে শিশু হত্যা মামলার প্রধান আসামি আটক
হত্যা মামলার প্রধান আসামি শিশু আবিদের চাচত ভাইকে আটক করেছে র‍্যাব৷ ছবি: আমার সংবাদ

কক্সবাজারের পিএমখালীতে পাঁচ বছরের শিশু হত্যা মামলার প্রধান আসামি মোহাম্মদ তারেক আজিজ (২৬) কে আটক করেছে র‌্যাব-১৫ ৷ বুধবার রাত ১২টার দিকে পিএমখালী জুমছড়ি এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয় ৷

আটক মোহাম্মদ তারেক আজিজ পিএমখালী ইউনিয়নের জুমছড়ি এলাকার মোহাম্মদ আজিজের ছেলে ও নিহত শিশুর চাচত ভাই৷ তারেক পেশায় একজন অটোরিকশা চালক৷

বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে র‌্যাব-১৫ এর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে অধিনায়কের পক্ষে  র‌্যাব-১৫ এর অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার হোসেন এসব তথ্য নিশ্চিত করেন৷

তিনি বলেন, শিশু আবিদ সম্পর্কে চাচাতো ভাই। আবিদের বোনকে বিভিন্ন সময় বিয়ের প্রস্তাব দিয়ে উত্যক্ত করে আসছিলো আবিদের হত্যাকারী মোহাম্মদ তারেক। বিয়েতে রাজি না হওয়ায় শিশু আবিদকে হত্যার পরিকল্পনা করে তারেক।

পরিকল্পনা মোতাবেক ১ ফেব্রুয়ারি বৃহস্পতিবার বিকেল তিনটার দিকে বাড়ির সামনে থেকে চকলেট কিনে দেয়ার প্রলোভন দেখিয়ে ঘাতক মোহাম্মদ তারেক তার নিজস্ব অটোরিকশাযোগে নিয়ে যায় পার্শ্ববর্তী এলাকার একটি ধর্মীয় অনুষ্ঠানে। এরপর আবারও অটোরিকশাযোগে বাকখালী নদীর পারে নিয়ে যায়। সন্ধ্যা ঘনিয়ে আসার পর শিশুটিকে হাত পা বেঁধে ফেলে আটকে রাখে। এরপর তারেক ঘরে ফিরে আসে শিশুটিকে খোঁজাখুজির নাটক করতে থাকে।

পরে আবার ঘটনাস্থলে গিয়ে একটা অপরিচিত মোবাইল নাম্বার থেকে ফোন করে মুক্তিপণ চায়। পরবর্তীতে ঠান্ডা মাথায় শিশুটিকে পিএমখালি ইউনিয়নের জুমছড়ি গ্রামের সুইস গেইট এলাকা সংলগ্ন পুকুরের পানিতে চুবিয়ে হত্যা করে।

হত্যাকাণ্ডের মূল হোতা মোহাম্মদ তারেক আটকের পর এই হত্যাকাণ্ডের এমন লোমহর্ষক বর্ণনা দেয় র‍্যাবের কাছে। এসময় তার কাছ থেকে উদ্ধার করা হয় অপহরণের কাজে ব্যবহৃত একটি অটোরিকশা ও মোবাইল ফোন।

আটক তারেক কে ওই মামলায় সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানায় র‌্যাব।

এআরএস

Link copied!