Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

আ.লীগকর্মী হত্যার চারদিন পর গ্রেপ্তার ১

নেত্রকোণা প্রতিনিধি

নেত্রকোণা প্রতিনিধি

ফেব্রুয়ারি ৮, ২০২৪, ০৭:১০ পিএম


আ.লীগকর্মী হত্যার চারদিন পর গ্রেপ্তার ১
ছবি: আমার সংবাদ

নেত্রকোণার দুর্গাপুর উপজেলায় আওয়ামী লীগ কর্মী মজিবর রহমান ওরফে (দাও মজিবুর) হত্যার ঘটনায় চারদিন পর মামলা হয়েছে।

বৃহস্পতিবার বিকালে আমার সংবাদকে বিষয়টি নিশ্চিত করেছেন দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) উত্তম চন্দ্র দেব।

তিনি জানান, এ মামলায় একজনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। নিহতের ছেলে রাজন বাদী হয়ে মামলাটি দায়ের করেছেন। মামলায় শ্যুটার শামীমকে প্রধান আসামি করে মোট ১৮ জনের নাম উল্লেখসহ আরও চার-পাঁচজনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।

উল্লেখ্য, রবিবার বিকালে দুর্গাপুর উপজেলায় মজিরের ভাতিজা খায়রুল ইসলাম ও কুল্লাগড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল আওয়ালের ছেলে আবিরের মধ্যে তর্ক-বিতর্ক হয়। এ ঘটনাকে কেন্দ্র করে উভয় পক্ষ সংঘর্ষে জড়ালে নিহত হন মজিবর।

ইএইচ

Link copied!