Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

স্কুলছাত্রী ধর্ষণে অভিযুক্ত গ্রেপ্তার

নেছারাবাদ (পিরোজপুর) প্রতিনিধি

নেছারাবাদ (পিরোজপুর) প্রতিনিধি

ফেব্রুয়ারি ৮, ২০২৪, ০৭:১২ পিএম


স্কুলছাত্রী ধর্ষণে অভিযুক্ত গ্রেপ্তার

পিরোজপুরের নেছারাবাদের (স্বরূপকাঠির) জলাবাড়ী ইউনিয়নে প্রেমের ফাঁদে ফেলে নবম শ্রেণি পড়ুয়া এক স্কুল ছাত্রীকে গণধর্ষনের ঘটনায় অভিযুক্ত  মূলহোতা আল আমিন শেখ ওরফে মুন্না (৩৫) কে গ্রেপ্তার করা হয়েছে। 

বুধবার সন্ধ্যায় বরিশাল জেলার কোতোয়ালি থানাথীন চরকাওয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করেছে র‍্যাব ৮। র‍্যাব কতৃক  গ্রেপ্তারকৃত আসামি মুন্নাকে বুধবার রাতে নেছারাবাদ (স্বরূপকাঠি) থানায় সোপর্দ করেছে বলে জানান ওসি (তদন্ত) এইচ এম শাহিন। 

পুলিশ বৃহস্পতিবার সকালে আসামি মুন্নাকে পিরোজপুর আদালতে পাঠিয়েছে। এ ঘটনায় অপর অভিযুক্ত  দবির শেখ ওরফে আকাশকে (২২) গত শনিবার থানা পুলিশ গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃত আল আমিন শেখ ওরফে মুন্না গোপালগঞ্জের কোটালিপাড়ার রঘুনাথপুর গ্রামের লুৎফর শেখের ছেলে এবং দবির শেখ ওরফে আকাশ একই উপজেলার বানারজর গ্রামের আনোয়ার শেখের ছেলে।  

উল্লেখ্য, গত শুক্রবার রাতে আল আমিন শেখ মুন্না ওই ছাত্রীকে বিয়ের প্রলোভন দেখিয়ে ফুসলিয়ে জলাবাড়ি এলাকায় একটি মুরগীর ফার্মে নিয়ে যায়। সেখানে মুন্না ও আকাশ মিলে পালাক্রমে ওই ছাত্রীকে ধর্ষণ করে। এ ঘটনায় শনিবার রাতে ধর্ষণের শিকার ছাত্রীর মা বাদি হয়ে ওই দুইজনকে আসামি করে থানায় মামলা দায়ের করেন। 

এই্চআর

Link copied!