Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪,

খাগড়াছড়ির অবৈধ পথে বিদেশি সিগারেট-চকলেট জব্দ

ছোটন চৌধুরী, খাগড়াছড়ি (মাটিরাঙ্গা) জেলা প্রতিনিধি:

ছোটন চৌধুরী, খাগড়াছড়ি (মাটিরাঙ্গা) জেলা প্রতিনিধি:

ফেব্রুয়ারি ৯, ২০২৪, ১১:৫০ এএম


খাগড়াছড়ির অবৈধ পথে বিদেশি সিগারেট-চকলেট জব্দ

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় অবৈধভাবে নিয়ে আসা ৪০৮ কার্টুন সিগারেট এবং ৮৮৮ প্যাকেট চকলেট জব্দ করেছে মাটিরাঙ্গা জোন। এসব সামগ্রীর আনুমানিক বাজারমূল্য প্রায় ১১ লাখ ২৬ হাজার ৮ শত টাকা।

গতকাল রাতে মাটিরাঙ্গা জোনের আরপি চেকপোস্টে এসএ পরিবহনের একটি গাড়ি তল্লাশি করে এসব সিগারেট ও চকলেট জব্দ করা হয়।

সেনাবাহিনীর সূত্রে জানা যায়, অবৈধ পথে ভারতীয় বিভিন্ন পণ্য সামগ্রী মাটিরাঙ্গায় প্রবেশ করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে মাটিরাঙ্গা জোন কর্তৃক চেকপোস্ট স্থাপন করে তল্লাশি চালিয়ে এসব জব্দ করা হয়।

জব্দকৃত বিদেশি অবৈধ ৪০৮ কার্টুন সিগারেট যার আনুমানিক মূল্য ৮ লাখ ১৬ হাজার টাকা  এবং  ৮৮৮ প্যাকেট চকলেট এর আনুমানিক মূল্য ৩ লাখ ১০ হাজার ৮ শত টাকাসহ সর্বমোট ১১ লাখ ২৬ হাজার ৮ শত টাকা।

জব্দকৃত অবৈধ সিগারেট ও চকলেট  মাটিরাঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান মাটিরাঙ্গা জোন। 
মাটিরাঙ্গা জোন অধিনায়ক লে. কর্নেল মো. কামরুল হাসান পিএসসি বলেন, সরকারি ট্যাক্স ফাঁকি দিয়ে ভারতীয় পণ্য অবৈধ পথে নিয়ে আসা রোধে মাটিরাঙ্গা জোন কাজ করে যাচ্ছে।

চোরাকারবারিদের বিরুদ্ধে সেনাবাহিনীর এমন অভিযান অব্যাহত থাকবে মর্মে সচেতন মহলের সহযোগিতা কামনা করেন তিনি।

বিআরইউ

Link copied!