Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

মধ্যরাতে মর্টার শেল বিস্ফোরণে কাঁপল টেকনাফ সীমান্ত

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজার প্রতিনিধি

ফেব্রুয়ারি ৯, ২০২৪, ০২:১৪ পিএম


মধ্যরাতে মর্টার শেল বিস্ফোরণে কাঁপল টেকনাফ সীমান্ত

কক্সবাজারের টেকনাফের ঝিমংখালী সীমান্তের ওপারে মিয়ানমারের বৃহস্পতিবার মধ্যরাতে আবারও গোলাগুলি ও মর্টার শেল নিক্ষেপের শব্দ শোনা গেছে বলে খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার দিনগত রাত ১২টার পর থেকে আড়াইটা পর্যন্ত থেমে থেমে বিস্ফোরণের শব্দে শোনা গেছে। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছে সীমান্তবর্তী স্থানীয়রা।

কিন্তু পার্শ্ববর্তী উখিয়ার পালংখালী ও বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুম সীমান্ত শান্ত ছিল বলেও জানিয়েছেন তারা।

তারা জানান, বিজিবির ঝিমংখালী বিওপির বিপরীতে অন্তত দেড় থেকে দুই কিলোমিটার দূরে মিয়ানমারের জিবিং অং এবং হারিংগাচরের মারিক্কমপাড়া এলাকায় এসব বিস্ফোরণ হয়। সেখানে মিয়ানমারের বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) সঙ্গে আরাকান আর্মির সদস্যদের তুমুল সংঘর্ষ হচ্ছে বলে ধারণা করছেন তারা।

বিষয়টি নিশ্চিত করেছেন পালংখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গফুর উদ্দিন চৌধুরী। জানান, পরিস্থিতি আগের তুলনায় এখন অনেকটা শান্ত। স্থানীয়দের মাঝে আতঙ্ক কিছুটা কমেছে।

এর আগে গত শনিবার রাত তিনটা থেকে নাইক্ষ্যংছড়ি সীমান্তের ওপারে বিজিপির তুমব্রু রাইট ক্যাম্প দখল করতে আক্রমণ শুরু করে বিদ্রোহী গোষ্ঠী আরকান আর্মি। রবিবার বিকালে সেটির দখল নিয়ে আরেকটু দক্ষিণ-পশ্চিমে ঢেঁকিবনিয়া সীমান্ত চৌকি দখলে আক্রমণ করে তারা। রবিবার রাত থেকে মঙ্গলবার পর্যন্ত দুই-পক্ষের সংঘর্ষ চলে। এই সংঘর্ষে টিকতে না পেরে বাংলাদেশে ঢুকে পড়ে মিয়ানমারের বিজিপি, সেনা, শুল্ক ও বিভিন্ন সংস্থার ৩৩০ জন।

ইএইচ

Link copied!