Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪,

নোয়াখালীতে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে মানববন্ধন

আরিফ সবুজ, নোয়াখালী প্রতিনিধি :

আরিফ সবুজ, নোয়াখালী প্রতিনিধি :

ফেব্রুয়ারি ৯, ২০২৪, ০২:৪৬ পিএম


নোয়াখালীতে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে মানববন্ধন

নোয়াখালীর সুবর্ণচরে প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ঢাকা গ্রুপ নামের একটি প্রতিষ্ঠানের অবৈধভাবে বালু উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী৷

শুক্রবার (৯ ফেব্রুয়ারি) সকালে উপজেলার চরওয়াপদা ইউনিয়নের চরবৈশাখী বধুগঞ্জে ঢাকা গ্রুপের বলু উত্তোলন কেন্দ্রের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে৷ 

এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, স্থানীয় চরওয়াপদা ইউনিয়নের ৯নং ওয়ার্ড ইউপি সদস্য তানভীর হোসেন, ইউপি সদস্য ইব্রাহীম খলীল রানা, আসাদুজ্জামান সবুজসহ সহস্রাধিক ভূমিহীন জনসাধারণ৷

 মানববন্ধন থেকে এলাকাবাসী জানান, ঢাকা গ্রুপ নামে একটি কোম্পানি চরওয়াপদা ইউনিয়নের বধুগঞ্জে কয়েকশো একর জমি ক্রয় করে৷ সেই জমিতে কারখানা করার উদ্দেশ্যে ৩০লক্ষাধিক বালু উত্তোলন করছে৷ তারা আরও জানান, বালু উত্তোলনের কারণে সরকারি রাস্তা, স্থানীয় বধুগঞ্জ বাজার, মাদ্রাসা, মসজিদ, পুরোনো কবরস্থান ও ৭শত ৫০টি পরিবার ক্ষতিগ্রস্ত হয়ে তলিয়ে যেতে পারে৷

তার এবিষয়ে উপজেলা ভূমি কর্মকর্তাকে অবহিত করলে, ভূমি কর্মকর্তা সরেজমিনে গিয়ে বালু উত্তোলন বন্ধ করে দিলেও কিছুদিন পরে পুরোদমে বালু উত্তোলন শুরু করে ঢাকা গ্রুপ৷ এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছেন এলাকাবাসী৷

এবিষয়ে ঢাকা গ্রুপের স্থানীয় কর্মকর্তাদের কাছে কথা বলতে চাইলে তারা সাংবাদিকদের সাথে পরিচয় দিতে ও কথা বলতে রাজি হয়নি৷ 

এবিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আল-আমীন সরকারের কাছে জানতে চাইলে তিনি বলেন, তিনি বলেন বিষয়টি তিনি অবগত নন৷ তবে, পরবর্তীতে ব্যবস্থা নেবেন বলে জানিয়েছেন৷

 বিআরইউ

Link copied!