Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫,

কটিয়াদীতে ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি

কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি

ফেব্রুয়ারি ৯, ২০২৪, ০৩:০৯ পিএম


কটিয়াদীতে ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার সহশ্রাম ধূলদিয়া ইউনিয়নের গচিহাটায় প্রতিষ্ঠাতা ও পরিচালক উম্মে বিলকিস কবীর লাকী পরিচালিত গচিহাটা বিদ্যানিকেতন বাংলা ও ইংলিশ ভার্সন স্কুলের ৪র্থ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার স্কুল সংলগ্ন মাঠে আনন্দঘন পরিবেশে গচিহাটা বিদ্যানিকেতন বাংলা ও ইংলিশ ভার্সন স্কুলের ৪র্থ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে স্কুলের প্রধান উপদেষ্টা জয়নাল আবেদীন খোকনের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক শারমিন আক্তার ও আরিফুর রহমান আকাশের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন গচিহাটা বিদ্যানিকেতনের প্রতিষ্ঠাতা ও পরিচালক অধ্যক্ষ উম্মে বিলকিস কবীর লাকী।

এ সময় উপস্থিত ছিলেন প্রশাসনিক কর্মকর্তা মো. কুতুব উদ্দিন, গচিহাটা পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই আব্দুর রাজ্জাক, ফারুকুর রহমান ফারুকসহ অভিভাবক, সাংবাদিক, শিক্ষক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বার্ষিকী ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে স্কুলে শিক্ষার্থীরা বিভিন্ন খেলায় অংশ গ্রহণ করে।

পরে উপস্থিত অতিথিদের মাধ্যমে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

ইএইচ

Link copied!