Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

ভোলায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের কম্বল বিতরণ

ভোলা প্রতিনিধি

ভোলা প্রতিনিধি

ফেব্রুয়ারি ৯, ২০২৪, ০৪:৫২ পিএম


ভোলায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের কম্বল বিতরণ
ছবি: আমার সংবাদ

ভোলার লালমোহন উপজেলা দুই হাজার অসহায় শীতার্ত মানুষের মধ্যে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের কম্বল বিতরণ করা হয়েছে।

শুক্রবার সকাল ৯টায় উপজেলার বদরপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ড ও ৯নং ওয়ার্ডের আবাসন এলাকার মানুষের মাঝে এসব কম্বল তুলে দেন ভোলা-৩ আসনের সাংসদ নুরুন্নবী চৌধুরি শাওন।

স্থানীয় উপজেলা প্রশাসনের আয়োজনে এ সময় লালমোহন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার, স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আসাদুল্লাহ মেলকার উপস্থিত ছিলেন।

পরে সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরি শাওন একই ইউনিয়ন পরিষদ চত্বরে ২০২৩-২৪ অর্থবছরে জাটকা আহরণ থেকে বিরত থাকা ১৬৯৫ জেলে পরিবারের মাঝে ৪০ কেজি করে ভিজিএফের চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন।

ইএইচ

Link copied!