Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

বোরো মৌসুমে খাল খননের পাঁয়তারা, প্রতিবাদে মানববন্ধন

নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি

নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি

ফেব্রুয়ারি ৯, ২০২৪, ০৫:২২ পিএম


বোরো মৌসুমে খাল খননের পাঁয়তারা, প্রতিবাদে মানববন্ধন

শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় সুতিয়ার খাল খননের পাঁয়তারায় সেচ সঙ্কটের মুখে প্রায় ৪০০ একর আবাদি জমি। এছাড়াও সেচের অভাবে আরও প্রায় ৪০০ একর জমি অনাবাদি রয়েছে। এদিকে খাল খননের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ করেছে এলাকাবাসী।

শুক্রবার সকালে সুতিয়ারপাড় বাজারে স্থানীয় কৃষকরা মানববন্ধন ও বিক্ষোভ করেন।

পলাশিয়া গ্রামের আমিরুল ইসলাম বলেন, খালে এমনিতেই পানি নাই। এরমধ্যে খাল খনন করলে আমরা পানি পাবো না। আমি এক একর জমি লাগিয়েছি। এখন পানির জন্য জমিতে ঘাস মারা বিষ দিতে পরছি না। আগে জানাইলে আমরা এ বছর আবাদ বন্ধ রাখতাম।

হাতিবান্ধা গ্রামের ইয়াকুব আলী বলেন, আমার চার একর পানির জন্য লাগাইবার পাইতা ছিনা। এরমধ্যে আবার খাল খনন করলে আমরা পানি পাবো কই। তাই আমাদের দাবি আবাদ উঠলে পরে খাল খনন করা হোক।

এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. মোস্তাফিজুর রহমান বলেন, আমি সরেজমিনে কৃষকদের সঙ্গে কথা বলেছি, তাদের দাবির প্রেক্ষিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেছি। জাইকার অর্থায়নে সময়মতো কাজটা করতে না পারলে অর্থ ফেরত যাবে।

ইএইচ

Link copied!