Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

পৌরসভা নির্বাচন: আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে মেয়রকে শোকজ

বরগুনা প্রতিনিধি

বরগুনা প্রতিনিধি

ফেব্রুয়ারি ৯, ২০২৪, ০৫:৩৬ পিএম


পৌরসভা নির্বাচন: আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে মেয়রকে শোকজ
মেয়র মতিয়ার রহমান

নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে বরগুনার আমতলী পৌরসভার মেয়র মতিয়ার রহমানকে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে।

বরগুনা জেলা নির্বাচন অফিসার ও রিটার্নি কর্মকর্তা মো. আব্দুল হাই আল হাদী স্বাক্ষরিত নোটিশে বিষয়টি নিশ্চিত করা হয়।

এতে বলা হয়েছে, নোটিশপ্রাপ্তির তিন দিনের মধ্যে পৌরসভা নির্বাচন আচরণ বিধিমালা, ২০১৫ এর ৩১ বিধি অনুযায়ী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নির্বাচন কমিশনে লিখিতভাবে জানানো হবে না তার উপযুক্ত কারণ ব্যাখ্যা দেয়ার নির্দেশ দেয়া হয়েছে।

এ বিষয়ে সম্ভাব্য প্রার্থী গাজী সামসুল হক বলেন, মেয়র মতিয়ার রহমান তফসিল ঘোষণার পরেও পৌরসভার অর্থায়নে ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে টিউবওয়েল, ঢেউটিন বিতরণ ও নগদ টাকা প্রদান করে আসছেন। যা নির্বাচন আচরণ বিধির সুস্পষ্ট লঙ্ঘন। এ বিষয়ে বরগুনা জেলা নির্বাচন অফিসে অভিযোগ দিয়েছি।

এ বিষয়ে আমতলী পৌর মেয়র মতিয়ার রহমানের মুঠোফোনে বারবার যোগাযোগ করা হলেও তিনি ফোন ধরেননি।

বরগুনা জেলা নির্বাচন অফিসার মো. আব্দুল হাই আল হাদী বলেন, আমতলী পৌর মেয়র মতিয়ার রহমানকে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে।

ইএইচ

Link copied!