Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪,

টাঙ্গাইলে পিকআপ ভ্যানের ধাক্কায় নির্মাণশ্রমিক নিহত

টাঙ্গাইল প্রতিনিধি

টাঙ্গাইল প্রতিনিধি

ফেব্রুয়ারি ৯, ২০২৪, ০৯:২৭ পিএম


টাঙ্গাইলে পিকআপ ভ্যানের ধাক্কায় নির্মাণশ্রমিক নিহত

টাঙ্গাইলের কালিহাতীতে পিকআপ ভ্যানের ধাক্কায় ইদু মিয়া (৫৫) নামের এক নির্মাণশ্রমিক নিহত হয়েছেন।

শুক্রবার সন্ধ্যায় টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কের রাজাবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ইদু মিয়া টাঙ্গাইল সদর উপজেলার সুরুজ গ্রামের মৃত সাইদ আলীর ছেলে।

এলেঙ্গা পুলিশ ফাঁড়ির উপ পরিদর্শক (এসআই) মাহফুজুর রহমান জানান, সন্ধ্যায় কালিহাতী থেকে নির্মাণ সামগ্রীসহ কয়েকজন শ্রমিক নিয়ে একটি পিকআপ ভ্যানে টাঙ্গাইলের দিকে যাচ্ছিল। ওই পিকআপ ভ্যানটি টাঙ্গাইল ময়মনসিংহ মহাসড়কের কালিহাতী উপজেলার রাজাবাড়ি নামকস্থানে পৌঁছালে অপর একটি পিকআপ ভ্যান পেছন থেকে ধাক্কা দেয়। এতে সামনের পিকআপ ভ্যানের ওপরে বসে থাকা নির্মাণশ্রমিক ইদু মিয়া নিচে পড়ে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নিহতের লাশ উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

ইএইচ

Link copied!