Amar Sangbad
ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর, ২০২৪,

ফরিদগঞ্জে মাদরাসাছাত্রীর আত্মহত্যা

ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি

ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি

ফেব্রুয়ারি ১০, ২০২৪, ০৬:৩৯ পিএম


ফরিদগঞ্জে মাদরাসাছাত্রীর আত্মহত্যা

চাঁদপুরের ফরিদগঞ্জে সুমাইয়া আক্তার মীম (১৮) নামের এক দ্বাদশ শ্রেণির মাদরাসাছাত্রী আত্মহত্যা করেছেন।

শনিবার সকালে আত্মহত্যা সংবাদ পেয়ে থানার এসআই আনোয়ার ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করা থানায় নিয়ে আসে এবং ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করে।

সুমাইয়া উপজেলার পাইকপাড়া উত্তর ইউনিয়নের বিষুরবন্দ গ্রামের সর্দার বাড়ির মনির হোসেনের মেয়ে। সুমাইয়া রূপসা আহম্মদিয়া আলিম মাদরাসার দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

নিহত ছাত্রীর বাবা মনির হোসেন জানান, আমার মেয়ে প্রতিদিনের মতো বৃহস্পতিবার রাতে সকলের সঙ্গে খাবার খেয়ে ঘুমাতে যায়। সকালে নাস্তা খাওয়ার জন্য মেয়েকে ডাকাডাকি করি। তার কোন সাড়াশব্দ না পেয়ে দরজায় উঁকি দিয়ে দেখি সে ঘরের আড়ার সঙ্গে ঝুলে আছে। পরে ডাকচিৎকারে প্রতিবেশীরা ছুটে আসেন।

এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ সাইদুল ইসলাম জানান, আত্মহত্যার সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।

এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। ছাত্রীর আত্মহত্যার কারণ জানা যায়নি।

ইএইচ

Link copied!