Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

মোংলায় দরিদ্র পরিবারের মাঝে সেলাই মেশিন ও গরু বিতরণ

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি

ফেব্রুয়ারি ১০, ২০২৪, ০৭:১২ পিএম


মোংলায় দরিদ্র পরিবারের মাঝে সেলাই মেশিন ও গরু বিতরণ

বাংলাদেশ কোস্ট গার্ড পরিবার কল্যাণ সংঘ মোংলার উপকূলের দরিদ্র শ্রেণিপেশার লোকজনের মাঝে আর্থিক সহায়তা ও স্বাবলম্বী করলে বিভিন্ন উপকরণ বিতরণ করেছে।

শনিবার বিকালে কোস্ট গার্ড পশ্চিম জোনের মোংলা এনেক্স চত্বরে আর্থিক অনুদান, ভ্যান, সেলাই মেশিন ও গরু বিতরণ করেন বাংলাদেশ কোস্ট গার্ড পরিবার কল্যাণ সংঘের প্রেসিডেন্ট শারমীন এরশাদ।

এ অনুষ্ঠানের প্রধান অতিথি শারমিন এরশাদ গরীব ১২ জন শিক্ষার্থীকে নগদ অনুদান, ৮ জন অসহায়কে ভ্যান ও ৮ জন দরিদ্র ও বিধবাদের ভ্যান এবং ১টি অসচ্ছল পরিবারকে বাচ্চাসহ গাভি প্রদান করেন।

পরে অসহায় ও বিধবা নারীদের নকশিকাঁথা, আলপনা ও মৃৎ শিল্প প্রশিক্ষণ কার্যক্রম পরিদর্শন করেন তিনি। এ সময় কোস্ট গার্ড পশ্চিম জোনের পরিবার কল্যাণ সংঘের অন্যান্যরা উপস্থিত ছিলেন।

ইএইচ

Link copied!