Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

সাগরিকা এক্সপ্রেস ট্রেনের বগি লাইনচ্যুত

ফেনী প্রতিনিধি

ফেনী প্রতিনিধি

ফেব্রুয়ারি ১০, ২০২৪, ০৮:৪২ পিএম


সাগরিকা এক্সপ্রেস ট্রেনের বগি লাইনচ্যুত

ঢাকা-চট্টগ্রাম রেলপথের ফেনী প্ল্যাটফর্মে সাগরিকা এক্সপ্রেস নামের একটি ট্রেনের বগি লাইনচ্যুত হয়েছে।

শনিবার বিকালে ফেনী রেলস্টেশনে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ফেনীর স্টেশন মাস্টার মো. হারুন বিষয়টি নিশ্চিত করে জানান, চাঁদপুর থেকে চট্টগ্রামমুখী সাগরিকা এক্সপ্রেস ট্রেনটি বিকেল ৪টা ৫৬ মিনিটে ফেনী স্টেশনের প্ল্যাটফর্মে প্রবেশ করে। এ সময় হঠাৎ ট্রেনটির চারটি চাকাসহ একটি বগি লাইনচ্যুত হয়ে যায়। তবে ট্রেনের গতি কম থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। উদ্ধারকারী ট্রেন এলেই বগিটি সরানোর ব্যবস্থা করা হবে।

ফেনী জিআরপি পুলিশের ওসি জাহাঙ্গীর আলম বলেন, দুর্ঘটনাকবলিত ট্রেনটি ফেনী প্ল্যাটফর্মেই রয়েছে। ঢাকা-চট্টগ্রাম রেলপথে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।

ইএইচ

Link copied!