Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

রাণীশংকৈলে শিক্ষার্থীকে অপহরণ, গ্রেপ্তার ২

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি

ফেব্রুয়ারি ১০, ২০২৪, ০৯:১৯ পিএম


রাণীশংকৈলে শিক্ষার্থীকে অপহরণ, গ্রেপ্তার ২

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় মিলন নামের সপ্তম শ্রেণির এক মাদরাসা ছাত্রকে অপহরণ করে মুক্তিপণ দাবি করায় দুই অপহরণকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ভুক্তভোগী শিক্ষার্থী নেকমরদ দাখিল মাদরাসার সপ্তম শ্রেণির ছাত্র। এ ঘটনায় ভিকটিমকে সুস্থ অবস্থায় উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার ঢাকার তেজগাঁও এলাকা থেকে ভিকটিমকে উদ্ধারসহ অপহরণকারীদের গ্রেপ্তার করে রাণীশংকৈল থানায় নিয়ে আসে পুলিশের অভিযানিক দল।

গ্রেপ্তারকৃরা হলেন- ফিরোজ (৩২) ও রিয়াদ (২২) ।

রাণীশংকৈল থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহেল রানা জানান, অপহরণ করে মুক্তিপণ দাবির অভিযোগে থানায় একটি মামলা হয়েছে যার মামলা নং-১১। পুলিশ সুপারের সার্বিক দিক নির্দেশনায় আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে থানা পুলিশের বিশেষ অভিযান পরিচালনা করে রাণীশংকৈল থানা পুলিশ অপহরণের সঙ্গে জড়িত দুজনকে ঢাকার তেজগাঁও এলাকা থেকে গ্রেপ্তার ও ভিকটিমকে উদ্ধার করে। আসামিদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।

ইএইচ

Link copied!