Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪,

নীলফামারীতে মাদক কারবারি গ্রেপ্তার

নীলফামারী প্রতিনিধি

নীলফামারী প্রতিনিধি

ফেব্রুয়ারি ১২, ২০২৪, ১০:১৫ এএম


নীলফামারীতে মাদক কারবারি গ্রেপ্তার

নীলফামারীর জলঢাকায় ৫০ বোতল ফেনসিডিলসহ মোহাম্মদ রশিদুল ইসলাম (৩৮) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রবিবার উপজেলার গোলমুন্ডা ইউনিয়নের হলদিবাড়ি চর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত রশিদুল লালমনিরহাট জেলার হাতীবান্ধা থানার পশ্চিম হলদিবাড়ি গ্রামের আবু বক্কর সিদ্দিকের ছেলে।

পুলিশ জানায়, মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। তারই অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে গোলমুন্ডা ইউনিয়নের হলদিবাড়ি চর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। উদ্ধারকৃত ৫০ বোতল ফেনসিডিলের বর্তমান বাজার মূল্য প্রায় ৭৫ হাজার টাকা।

এ তথ্য নিশ্চিত করে জলঢাকা থানার অফিসার ইনচার্জ মুক্তারুল আলম বলেন, গ্রেপ্তারকৃত রশিদুলের নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

ইএইচ

Link copied!