Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

দশমিনায় শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি

দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি

ফেব্রুয়ারি ১২, ২০২৪, ০১:১৫ পিএম


দশমিনায় শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

পটুয়াখালীর দশমিনায় সৈয়দ জাফর আরজবেগী মাধ্যমিক বিদ্যালয়ের ২০২৪ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বেলা ১১টায় বিদ্যালয় মাঠে সাধারণ ও কারিগরি শাখার ১০৫ জন শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা উপলক্ষ্যে কোরআন থেকে তেলাওয়াত, গীতা পাঠ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. কাওসার আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- দশমিনা উপজেলা নির্বাহী অফিসার মোসা. নাফিসা নাজ নীরা।

বিশেষ অতিথি ছিলেন- উপজেলা কৃষি কর্মকর্তা জাফর আহম্মেদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও দশমিনা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট ইকবাল মাহমুদ লিটন, উপজেলা অ্যাকাডেমিক সুপারভাইজার মু. নেছার উদ্দিন, বিদ্যালয়ের সাবেক সভাপতি আসাদুল হক হাওলাদার, ই-মেইল ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা সভাপতি ঈশ্বর চন্দ্র শীল, জমিদাতা মো. আবুল কাশেম প্যাদা, অভিভাবক, শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও স্থানীয়গন্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ।

প্রধান অতিথি নাফিসা নাজ নীরা বলেন, তোমাদের ভালোভাবে লেখাপড়া করতে হবে এবং মানুষের মতো মানুষ হতে হবে।

ইএইচ

Link copied!