Amar Sangbad
ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর, ২০২৪,

নেছারাবাদে মানসিক ভারসাম্যহীন যুবকের আত্মহত্যা

নেছারাবাদ (পিরাজপুর) প্রতিনিধি

নেছারাবাদ (পিরাজপুর) প্রতিনিধি

ফেব্রুয়ারি ১২, ২০২৪, ০৪:৫৯ পিএম


নেছারাবাদে মানসিক ভারসাম্যহীন যুবকের আত্মহত্যা
ছবি: সংগৃহীত

পিরোজপুরের নেছারাবাদে (স্বরপকাঠি) গলায় ফাঁস দিয়ে পলাশ মিস্ত্রী (২৮) নামের এক মানসিক ভারসাম্যহীন যুবক আত্মহত্যা করেছেন।

ঘটনাটি ঘটেছে উপজেলার আটঘর-কুড়িয়ানা ইউনিয়নের জিন্দাকাঠি এলাকায়।

সোমবার নিহতের বাড়িতে তার শেষকৃত্য অনুষ্ঠিত হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, জিন্দাকাঠী এলাকার নির্মল মিস্ত্রীর ছেলে পলাশ মানসিক ভারসাম্য হারিয়ে গত দুই বছর ধরে অসুস্থ-অবস্থায় এলাকার বিভিন্ন স্থানে ঘুরে বেড়াতো। রোববার সন্ধ্যায় পলাশ বাসায় ফিরে না আসলে পরিবারের লোকজন তাকে বিভিন্ন জায়গায় খুঁজতে থাকে। অনেক খোঁজখুজির পরে একপর্যায়ে ওই এলাকার অনীল মিত্রের ছেলে দিনেষ মিত্রের পেয়ারা বাগানে গিয়ে পেয়রা গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় পলাশকে দেখতে পায়।

পরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে নেছারাবাদ থানার এসআই আলমগীর হোসেনের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

নেছারাবাদ থানার ওসি মো. গোলাম ছরোয়ার জানান, নিহত পলাশ মানসিক ভারসাম্যহীন ছিলেন। এ ব্যাপারে নেছারাবাদ থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

ইএইচ

Link copied!