Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

কলা চুরির অপবাদে কলেজ ছাত্রকে নির্যাতন

ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি

ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি

ফেব্রুয়ারি ১২, ২০২৪, ০৭:৩৪ পিএম


কলা চুরির অপবাদে কলেজ ছাত্রকে নির্যাতন

জামালপুরের ইসলামপুরে কলা চুরির অপবাদে শাওন নামে এক কলেজ ছাত্রকে মধ্যযুগীয় কায়দায় নির্যাতনের অভিযোগ উঠেছে মাছ ব্যবসায়ী সামিউল ইসলাম ও তার ছেলের বিরুদ্ধে। 

এ ঘটনায় অভিযুক্ত ছামিউলের ছেলে আজিমকে আটক করেছে থানা পুলিশ। পৌর শহরের পলবান্ধা উজান পাড়ার নেদা মিয়ার ছেলে শাওন। অভিযুক্ত সামিউল পৌর শহরের তেঘুরিয়া গ্রামের ফটকের ছেলে।

গত শনিবার দিবাগত রাতে পৌর শহরের মোশারফগঞ্জ এক মৎস্য খামারে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, শাওনকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় সামিউলের ছেলে আজিম। পরে তাকে ঘটনাস্থলে নিয়ে হাত পা ও মুখে কাপড় বেঁধে বাঁশ দিয়ে পিটিয়ে অজ্ঞান করে শাওনের বাড়িতে খবর দেয়। খবর পেয়ে তার স্বজনরা তাকে উদ্ধার করে হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করেন। এ ঘটনায় অভিযুক্তদের দের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন এলাকাবাসী।

স্থানীয় কাউন্সিলর সামিউল বলেন,দোষীদের সুষ্ঠু বিচারের মাধ্যমে এমন ন্যাক্কারজনক ঘটনার পুনরাবৃত্তি যেন আর কোথাও না ঘটে।

ইসলামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সুমন তালুকদার জানান, ঘটনার জানতে পেরে তৎক্ষণাৎ পুলিশ পাঠিয়ে অভিযুক্ত ছামিউলের ছেলে আজিমকে আটক করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এআরএস

Link copied!