Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

মাটিরাঙ্গা ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

খাগড়াছড়ি প্রতিনিধি

খাগড়াছড়ি প্রতিনিধি

ফেব্রুয়ারি ১৩, ২০২৪, ০৯:৩৮ এএম


মাটিরাঙ্গা ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
ছবি: আমার সংবাদ

খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা থানা পুলিশের বিশেষ অভিযান চালিয়ে ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার খাগড়াছড়ি জেলার পুলিশ সুপার মুক্তা ধরের দিক নির্দেশনায় সন্ধ্যার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মাটিরাঙ্গা থানার একটি আভিযানিক দল মাটিরাঙ্গা থানাধীন ২নং তবলছড়ি ইউনিয়নের পানছড়ি চৌমুহনী কচুমার্কেটে বিশেষ অভিযান পরিচালনা করে ৪৪ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. শফিউল বসর রুবেল (৩২) ও মো. বেলাল হোসেনকে (২০) গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মো. শফিউল বসর পানছড়ি উপজেলার ৫নং ওয়ার্ড দমদম এলাকার স্থায়ী বাসিন্দা মো.সেলিমের ছেলে ও মো. বেলাল হোসেন (২০) পানছড়ি উপজেলার ৪নং ওয়ার্ড মোহাম্মদপুর এলাকার স্থায়ী বাসিন্দা মৃত তোতা মিয়ার ছেলে।

গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করে আদালতে সোপর্দ করা হবে।

ইএইচ

Link copied!