Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

বগুড়ার সাবগ্রামে ট্রাকচাপায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

বগুড়া প্রতিনিধি

বগুড়া প্রতিনিধি

ফেব্রুয়ারি ১৩, ২০২৪, ০১:০৬ পিএম


বগুড়ার সাবগ্রামে ট্রাকচাপায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

বগুড়ার সাবগ্রামে দ্বিতীয় বাইপাস মহাসড়কে ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে দ্বিতীয় বাইপাস মহাসড়কের সাবগ্রাম বড়িয়া বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- মহানুর রহমান ও সিতাব।

পুলিশ জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা একটি মালবাহী ট্রাক রংপুরের দিকে যাচ্ছিল। একইদিক থেকে আসা একটি মোটরসাইকেল ওভারটেক করার সময় ট্রাকের নিচে চলে যায়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক ও আরোহীর মৃত্যু ঘটে।

ট্রাকের চালক ও হেলপার পালিয়ে গেলেও ট্রাক জব্দ করেছে পুলিশ। মরদেহের ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে।

এআরএস

Link copied!