Amar Sangbad
ঢাকা শনিবার, ১৬ নভেম্বর, ২০২৪,

সাজা খাটার পর ভালোবাসা দিবসে আদালতেই বিয়ে

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহ প্রতিনিধি

ফেব্রুয়ারি ১৪, ২০২৪, ০৭:২৭ পিএম


সাজা খাটার পর ভালোবাসা দিবসে আদালতেই বিয়ে

গত চার মাস আগে প্রেমিকাকে নিয়ে পালিয়ে বিয়ে করেছিল ঝিনাইদহের মহেশপুর উপজেলার জোকা গ্রামের জুবায়ের রহমান (২২)। তিনি পার্শ্ববর্তী গোপালপুর গ্রামের ১৭ বছর বয়সী এক নাবালিকাকে পালিয়ে বিয়ে করার অপরাধে মেয়ের বাবা তার বিরুদ্ধে আদালতে মামলা করে। 

ঘটনাটি ঘটে ২০২৩সালের ২৩ নভেম্বর। পরের দিন ২৪ নভেম্বর মেয়ের বাবা জসিমউদ্দীন বাদি হয়ে নাবালিকাকে ফুসলিয়ে অপহরণ ও নির্যাতনের মামলা করেন যার নং মহেশ/জি.আর ৪৭২/২৩। পরে ওই মামলায় গ্রেফতার করে জুবায়ের কে জেল হাজতে প্রেরণ করা হয়। 

জুবায়ের মহেশপুর উপজেলার জোকা গ্রামের জাহাঙ্গির আলমের ছেলে । দীর্ঘ দুই মাস জেলা খাটার পর আইনি প্রক্রিয়া শেষে দুই পরিবারের সম্মতিতে পহেলা ফাল্গুন ১৪ ডিসেম্বর বিশ্ব ভালবাসা দিবসকে স্মরণে রাখতে কোর্টেই আয়োজন করা হয় এই ব্যতিক্রমী বিয়ের। ৫লাখ টাকা দেন মোহরে নারী ও শিশু বিশেষ আদালতে বিয়ে সম্পন্ন হয় জুবায়ের ও জেসমিন আক্তারের মধ্যে। 

এই বিয়েতে উপস্থিত ছিলেন সিনিয়র ও জেলা দায়রা জজ নাজিমুদ্দৌলাসহ কোর্টের অন্যান্য বিচারক, কৌশলী ও আইনজীবীগণ। বিয়ের পর আসামি জুবায়ের কে জামিনে মুক্তি দেয়া হয়।

আরএস

   
 

Link copied!