Amar Sangbad
ঢাকা শনিবার, ১৮ জানুয়ারি, ২০২৫,

বাবার লাশ বাড়িতে রেখে পরীক্ষার হলে এসএসসি পরিক্ষার্থী

দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি

দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি

ফেব্রুয়ারি ১৫, ২০২৪, ০৩:৫০ পিএম


বাবার লাশ বাড়িতে রেখে পরীক্ষার হলে এসএসসি পরিক্ষার্থী

বাবার লাশ বাড়িতে রেখে এসএসসি পরীক্ষায় বসেছে শিক্ষার্থী অনিক হাসান। সুনামঞ্জের দোয়ারাবাজার উপজেলার সুরমা ইউনিয়নে এই ঘটনা ঘটে। এতে সমুজ আলী স্কুল এন্ড কলেজে বৃহস্পতিবার এসএসসির প্রথম পরীক্ষায় অংশ নেয় শিক্ষার্থী অনিক হাসান।

জানা যায়,বুধবার (১৪ ফেব্রুয়ারি) রাত ১০:৫০ মিনিটে বার্দক্যজনিত কারনে উপজেলার বোগলাবাজার ইউনিয়নের কবিরনগর গ্রামের বীর মুক্তিযোদ্ধা সামছুল হক নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন।

বৃহস্পতিবার দুপুরে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও স্থানীয় জনপ্রতিনিধি ও গণমান্য ব্যক্তিবর্গের উপস্থিততে বীর মুক্তিযোদ্ধা সামছুল হক (৭৫) জানাযা শেষে লাশ দাফন করা হয়। বৃহস্পতিবার বাবার লাশ বাড়িতে রেখে পরীক্ষায় অংশ নেয় ছেলে অনিক হাসান।

সমুজ আলী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ অসীম মোদক বলেন, অনিক হাসান তার বাবার মৃত লাশ বাড়িতে রেখে বৃহস্পতিবার এসএসসির প্রথম পরীক্ষা দিয়েছে। আমরা ওর উজ্জল ভবিষৎ কামনা করি।

এইচআর

Link copied!