Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪,

নারায়ণগঞ্জে হকার পুনর্বাসনের দাবিতে নগর ভবন ঘেরাও

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জ প্রতিনিধি

ফেব্রুয়ারি ১৫, ২০২৪, ০৪:৪৪ পিএম


নারায়ণগঞ্জে হকার পুনর্বাসনের দাবিতে নগর ভবন ঘেরাও

নারায়ণগঞ্জে হকার উচ্ছেদ ও পুর্নবাসের দাবিতে নগর ভবন ঘেরাও করা হয়েছে। 

বৃহস্পতিবার দুপুরে নগরভবন ঘেরাও করে হকাররা। এ সময় হকার উচ্ছেদ ও হকারদের পুর্নবাসের দাবিতে তারা স্লোগান দেয়।

পরে হকারদের একটি প্রতিনিধি দল মেয়রের কার্যালয়ে হাজির হয়ে একটি স্মারকলিপি পেশ করেন।

এর আগে হকাররা চাষাড়ার শহীদ মিনারে এসে রাস্তা অবরোধ করে আন্দোলন করেন।

এ সময় হকাররা জানান, আমরা বিভিন্ন সমিতি ও এনজিও থেকে লোন নিয়ে ব্যবসা পরিচালনা করতাম। কিন্তু হঠাৎ করে এ অযৌক্তিক সিদ্ধান্তে আমরা দিশেহারা। আমাদের পরিবার পরিজন নিয়ে রাস্তায় বসা ছাড়া কোনো উপায় নাই।

তারা আরও বলেন, অল্প কিছুদিন পরে পবিত্র ঈদ। পরিবার নিয়ে আমরা কেমন করে ঈদের আনন্দ উপভোগ করবো। আমাদের যদি বসতে দেওয়া না হয় তাহলে আমাদের মরণ ছাড়া কোনো উপায় থাকবে না।

উল্লেখ্য, গত ৩ ফেব্রুয়ারি নারায়ণগঞ্জ প্রেসক্লাবে যানজট নিরসন ও হকার উচ্ছেদের নিমিত্তে একটি গোল টেবিল বৈঠক হয়। এই গোল টেবিল বৈঠকে মেয়র, এমপি, প্রশাসন যানজট নিরসন ও হকার উচ্ছেদে ঐক্যমত্য পোষণ করেন।

ইএইচ

Link copied!