Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

মহেশপুরে বিদ্যুতের পিলার থেকে তার ছিঁড়ে ১ জন নিহত

মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি

মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি

ফেব্রুয়ারি ১৫, ২০২৪, ০৬:৪১ পিএম


মহেশপুরে বিদ্যুতের পিলার থেকে তার ছিঁড়ে ১ জন নিহত

ঝিনাইদহের মহেশপুরে বিদ্যুতের মেইন তার ছিড়ে রাস্তায় পড়ে বিদ্যুতায়িত হয়ে একজনের মৃত্যু হয়েছে। গুরুতর আহত হয়েছে আরও একজন।

বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলা শহরের কলেজ স্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে।পুলিশ ও ফায়ার সার্ভিস জানায়, বিকেলে শহরের কলেজ স্ট্যান্ডে কাজ করছিলো উপজেলার ফতেপুর গ্রামের কাঠমিস্ত্রি খোকন সেন। সেসময় ওজোপাডিকোর মেইন তার ছিড়ে তার গায়ের উপর পড়ে আগুন ধরে যায়। এতে বিদ্যুতায়িত হয়ে ও আগুনে পুড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।আহত হয় মহেশপুর পৌরসভার বেগমপুর গ্রামের কিশোর তানজিল হোসেন। 

খোকন সেন (৪৫), ২ নম্বর ফতেপুর ইউনিয়নের, ফতেপুর মিস্ত্রী পাড়ার মৃত দুলাল মজুমদারের ছেলে। গুরুতর আহত অপর জন মো, তানজিল হোসেন (১৪ ), সে মহেশপুর পৌরসভার বেগমপুর গ্রামের  আমিনুর রহমানের ছেলে। 

খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। আহত তানজিলকে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে উন্নত চিকিৎসার জন্য যশোর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে চিকিৎসক।

আরএস

Link copied!