Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

দীঘিনালায় ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

পার্বত্যাঞ্চল প্রতিনিধি

পার্বত্যাঞ্চল প্রতিনিধি

ফেব্রুয়ারি ১৬, ২০২৪, ০৩:২৫ পিএম


দীঘিনালায় ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

খাগড়াছড়ি জেলার দীঘিনালা থানা পুলিশের বিশেষ অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ ইমন হোসেন(২৩) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে দীঘিনালা থানার একটি চৌকস অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে দীঘিনালা থানা এলাকার বোয়ালখালী ইউনিয়নে বিশেষ অভিযান পরিচালনা করে ৯নং ওয়ার্ডস্থ  জামতলী আনসার ক্যাম্পের গেটের সামনে পাকা রাস্তার উপর হতে ইমন হোসেন (২৩)এর দেহ তল্লাশি করে ৫১ পিস ইয়াবা ট্যাবলেটসহ তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত ইমন হোসেন জেলার দীঘিনালা উপজেলার বোয়ালখালী ইউনিয়নের ৯নং ওয়ার্ড জামতলী এলাকার স্থায়ী বাসিন্দা মো.জাহাঙ্গীর আলম,এর ছেলে।

দীঘিনালা থানা পুলিশ জানান,গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হইয়াছে। গ্রেপ্তারকৃতকে বিধি মোতাবেক যথাসময়ে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।

এইচআর
 

Link copied!