Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

ইন্দুরকানীতে সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার ২

ইন্দুরকানী (পিরোজপুর) প্রতিনিধি

ইন্দুরকানী (পিরোজপুর) প্রতিনিধি

ফেব্রুয়ারি ১৬, ২০২৪, ০৪:২৫ পিএম


ইন্দুরকানীতে সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার ২

ইন্দুরকানীতে সাজাপ্রাপ্ত আসামি দুইজনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ । 

বৃহস্পতিবার রাতে ইন্দুরকানী থানার এস আই মো. মিজানুর রহমান ও এ এস আই মনছুর আলমের নেতৃত্বে ঢাকা দক্ষিণ মুগদা এলাকা থেকে ইন্দুরকানী উপজেলার টগড়া গ্রামের সেকান্দার আলী সরদারের ছেলে কামাল হোসেন(৫০) ও উত্তর বাড্ডা এলাকা থেকে দক্ষিণ ইন্দুরকানী গ্রামের দেলোয়ার শেখের ছেলে কাওছার শেখ (৩০)কে গ্রেপ্তার করেছেন। 

থানা সূত্রে জানা যায়, কামাল খিলাগাঁও থানায় ডাকাতি মামলায় ২০০১সালে গ্রেপ্তার হন পরে আদালত থেকে জামিন হওয়ার পর পলাতক ছিলেন এবং পরবর্তীতে ২০১৪ সালে বিচার শেষে অতিরিক্ত বিজ্ঞ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ঢাকা এগারো বছর সশ্রমকারাদন্ড প্রদান করেন।  

কাওছার ইন্দুরকানী থানা মাদক মামলা জিআর ২৫/১৬ মাদক নিয়ন্ত্রণ আইনে গ্রেপ্তার হন। পরে আদালত থেকে জামিন প্রাপ্ত হওয়ার পর পলাতক ছিলেন । পরবর্তীতে ২০১৮ সালে মামলাটি বিচার শেষে বিজ্ঞ যুগ্ম দায়রা জজ ১ম আদালত পিরোজপুর  তিন বছর ছয় মাস সশ্রমকারাদন্ড প্রদান করেন ।  

ইন্দুরকানী থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান তালুকাদার জানান, তথ্য প্রযুক্তি ও গোপন তথ্য ভিত্তিতে ঢাকা থেকে সাজাপ্রাপ্ত আসামি কামাল ও কাওছারকে গ্রেপ্তার করা হয়েছে । আদালতে প্রেরণ করা হয়েছে ।

এইচআর

Link copied!