Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

১ বছরের সাজার ভয়ে ২৪ বছর পালিয়েও শেষ রক্ষা হলো না

দক্ষিণ আইচা (ভোলা) প্রতিনিধি

দক্ষিণ আইচা (ভোলা) প্রতিনিধি

ফেব্রুয়ারি ১৬, ২০২৪, ০৪:৩৭ পিএম


১ বছরের সাজার ভয়ে ২৪ বছর পালিয়েও শেষ রক্ষা হলো না

ভোলা জেলার দক্ষিণ আইচায় চুরির মামলায় ১ বছরের দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি মো. হোসেনকে (৫২) গ্রেপ্তার করেছে দক্ষিণ আইচা থানা পুলিশ।

থানা সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিণ আইচা থানার (ওসি) সাঈদ আহমেদের নেতৃত্বে অভিযান চালিয়ে ২৪ বছর পালিয়ে থাকার পর আসামিকে শশীভূষণ থানার এয়াজপুর ইউনিয়নে তার এক আত্মীয়ের বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।

আসামি মো. হোসেন চরমানিকা ইউনিয়নের ২ নাম্বার ওয়ার্ডের মজিবুল হকের ছেলে।

তাকে চুরির মামলায় আদালত ১ বছরের কারাদণ্ড দিয়েছিল। আদালতের ওই রায়ের পর তিনি ২৪ বছর পলাতক ছিলেন।

বিষয়টি নিশ্চিত করে দক্ষিণ আইচা থানার (ওসি) মো. সাঈদ আহমেদ (পিপিএম) জানান, আসামি মো. হোসেন দীর্ঘদিন পর্যন্ত পুলিশের চোখ ফাঁকি দিয়ে পলাতক ছিলেন। তার বিরুদ্ধে মামলার দণ্ডপ্রাপ্ত গ্রেপ্তারি পরোয়ানা ছিল। শুক্রবার তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

ইএইচ

Link copied!