Amar Sangbad
ঢাকা রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫,

শাহপরী-সেন্টমার্টিন দ্বীপে ভেসে আসছে গুলির শব্দ

আমার সংবাদ ডেস্ক:

আমার সংবাদ ডেস্ক:

ফেব্রুয়ারি ১৬, ২০২৪, ০৫:৩২ পিএম


শাহপরী-সেন্টমার্টিন দ্বীপে ভেসে আসছে গুলির শব্দ
ছবি: সংগৃহীত

দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের জেলা কক্সবাজারের টেকনাফের সর্বশেষ সীমান্ত এলাকা শাহপরীর ও সেন্টমার্টিন দ্বীপের ওপারে মিয়ানমার সীমান্তে আবারো গোলাগুলির শব্দ শোনা গেছে।

স্থানীয়রা জানান, গতকাল রাত থেকে থেমে-থেমে গুলির আওয়াজ শোনা গেছে। শুক্রবার সকালেও কয়েকটি বিকট শব্দে বাংলাদেশ সীমান্তের এপারের মাটি কেঁপে উঠেছে বলে জানান তারা।

শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) সকালে টানা প্রায় এক ঘণ্টা প্রচুর গোলাগুলির শব্দ পাওয়া যায়। গোলাগুলির শব্দেই সীমান্তের অনেক বাসিন্দার ঘুম ভেঙেছে বলেও জানা গেছে। এদিকে শাহপরীর দ্বীপের ওপারে মিয়ানমারের মংডুতে সকালে হেলিকপ্টার উড়তে দেখা গেছে। এর কিছুক্ষণ পরেই কয়েকটি বিকট শব্দে কেঁপে উঠেছে সীমান্ত এলাকা।

স্থানীয় বাসিন্দারা বলছেন, রাত প্রায় ১টা থেকে শুক্রবার সকাল ৭টা পর্যন্ত সীমান্তে থেমে থেমে মিয়ানমারের গোলাগুলির আওয়াজ শুনতে পেয়েছেন তারা। মাঝেমধ্যে গোলাগুলির শব্দে মাটি কেঁপে উঠেছে তাদের বসত-ভিটা।

সেন্টমার্টিনের বাসিন্দা আমিন বলেন, মিয়ানমারে রাতভর থেমে থেমে গোলাগুলির শব্দ পাওয়া গেছে। তবে আজ সকালে কয়েকটি বিকট শব্দে এপারের মাটি কেঁপে উঠেছে। সেন্টমার্টিনের বাসিন্দারা খুবই আতঙ্কে আছে।

সেন্টমার্টিনের বাসিন্দা আবছার বলেন, রাত ও সকালে গোলাগুলির শব্দ শোনা গেছে। এমন পরিস্থিতিতে আতঙ্কে রয়েছে সীমান্তে বসবাসরত বাংলাদেশিরা।

বিষয়টি নিশ্চিত করে টেকনাফের সাবরাং ইউপির ৯ নম্বর ওয়ার্ডের মেম্বার আব্দুস সালাম বলেন, রাতভর থেমে থেমে গোলাগুলি শব্দ কানে এসেছে। ফলে স্থানীয় লোকজন এখনো আতঙ্কের মধ্যে রয়েছেন।

টেকনাফ ২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মহি উদ্দিন আহমেদ জানান, মিয়ানমারের অভ্যন্তরীণ সমস্যার কারণে দুটি গ্রুপের মধ্যে থেমে থেমে গোলাগুলির শব্দ শুনতে পেয়েছেন সীমান্তে থাকা বিজিবির সদস্যরা। তবে সীমান্তে বিজিবির টহল জোরদার করা হয়েছে।

বিআরইউ

Link copied!