Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

চাঁদপুরে গাঁজাসহ আটক ১

চাঁদপুর প্রতিনিধি

চাঁদপুর প্রতিনিধি

ফেব্রুয়ারি ১৬, ২০২৪, ০৬:৩৮ পিএম


চাঁদপুরে গাঁজাসহ আটক ১

চাঁদপুরের মতলব উত্তরে ৩০ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) সকাল ১০ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে মতলব উত্তর থানার এসআই আল-আমীন ভুঁইয়া, এএসআই সেলিম মিয়া ও এএসআই মো. মোজাম্মেল হকসহ সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার কালীপুর ট্রলার ঘাট সংলগ্ন মমিন মিয়ার রাইস মিলের সামন হতে মো. মাসুদ রানা (২৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।

এসময় তার কাছে থাকা ৩০ কেজি  গাঁজা জব্দ করা হয়। আটককৃত  মাদক ব্যবসায়ী মাসুদ রানা নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও থানার তাতুয়া গ্রামের সফিউল্লার ছেলে। আটককৃত মাদক কারবারির বিরুদ্ধে  মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মতলব উত্তর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।  

আটককৃত ৩০ কেজি গাঁজার বাজার মূল্য প্রায় ৬ লাখ টাকা বলে জানিয়েছে পুলিশ। মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শহীদ হোসেন জানান, আমরা মতলব উত্তরকে মাদক মুক্ত করা এবং মাদকের ভয়াল গ্রাস থেকে তরুণ প্রজন্ম ও যুব সমাজকে রক্ষা করতে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছি, মাদকের বিরুদ্ধে আমাদের  এই ধরনের  অভিযান অব্যাহত থাকবে।

এইচআর

Link copied!