অভয়নগর (যশোর) প্রতিনিধি
ফেব্রুয়ারি ১৬, ২০২৪, ০৮:০৪ পিএম
অভয়নগর (যশোর) প্রতিনিধি
ফেব্রুয়ারি ১৬, ২০২৪, ০৮:০৪ পিএম
যশোরের অভয়নগরে লায়ন্স ক্রিকেট একাদশকে হারিয়ে সরকার কিংস ক্রিকেট একাদশ জয়ী হয়েছে।
শুক্রবার সকালে উপজেলার নওয়াপাড়া সরকারি মহাবিদ্যালয় মাঠে এ ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।
সরকার গ্রুপের উদ্যোগে ২৬তম বার্ষিক বনভোজন ও ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।
লায়ন্স ক্রিকেট একাদশ বনাম কিংস ক্রিকেট একাদশের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই অনুষ্ঠিত হয়। তবে গত দুই বারের চ্যাম্পিয়ন লায়ন্স ক্রিকেট একাদশকে হারিয়ে কিংস ক্রিকেট একাদশ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।
সরকার গ্রুপের চেয়ারম্যান আলমগীর সরকারের সভাপতিত্বে ও সরকার গ্রুপের পরিচালক সাঈদ সরকারের সার্বিক তত্ত্বাবধানে মাঠে বসে খেলা উপভোগ করেন নওয়াপাড়া সরকারি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ রবিউল হাসান।
এ সময় আরও উপস্থিত ছিলেন- অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আকিকুল ইসলাম, নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম মল্লিক সহ অন্যান্যরা।
খেলা ও আলোচনা সভা শেষে বিজয়ী দলের হাতে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেন অতিথিরা।
ইএইচ