Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

ভুটভুটি-মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষে নারী নিহত, আহত ১০

গোদাগাড়ী (রাজশাহী) প্রতিনিধি

গোদাগাড়ী (রাজশাহী) প্রতিনিধি

ফেব্রুয়ারি ১৬, ২০২৪, ০৮:৪৫ পিএম


ভুটভুটি-মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষে নারী নিহত, আহত ১০

রাজশাহীর গোদাগাড়ীতে ভুটভুটি-মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষে এক নারী নিহত ও ১০ জন গুরুতর আহত হয়েছেন।

শুক্রবার দুপুর পৌনে ৩টার দিকে গোদাগাড়ী-কাকনহাট সড়কের পাহাড়পুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

এ সময় ভুটভুটির যাত্রী দিপালী (১৮) ঘটনাস্থলেই মারা যান। সে উপজেলার কাকনহাট পৌর এলাকা শেরেপাড়া গ্রামের ইমনের স্ত্রী।

এ ছাড়াও আরও ১০ জন গুরুতর আহত হয়েছেন বলে গোদাগাড়ী ফায়ার স্টেশনের সাব অফিসার নমীর উদ্দীন নিশ্চিত করেছেন।

বলেন, আহতদের উদ্ধার করে ফায়ার সার্ভিসের কর্মীরা গোদাগাড়ী ৩১ শয্যাবিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহতরা হলেন- চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জ মনাকষা গ্রামের জিয়াউল হক (৩০), গোদাগাড়ী পৌর এলাকার রামনগর গ্রামের হাবিবুল্লাহ (৪), উপজেলা কাকনহাট পৌর এলাকার শেরেপাড়া গ্রামের পূজারি (১৭), জোসেফ সরকার (২০), জয়ন্ত (১৪), চয়ন (৮), রুপালি (৪০), ইমন (২৬), ইমনের ছেলে ইসান (১২মাস), জিয়ারুল (২২)।

আহতরা সবাই হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসাধীন আছেন।

গোদাগাড়ী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল মতিন বলেন, ভুটভুটি ও মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই একজন আদিবাসী নারী নিহত ও ১০ জন আহত হয়েছেন। পুলিশ কাজ করছে। সবকিছুই আইনগত প্রক্রিয়ার মাধ্যমে সম্পন্ন করা হবে বলে জানান তিনি।

ইএইচ

Link copied!