Amar Sangbad
ঢাকা শুক্রবার, ১৫ নভেম্বর, ২০২৪,

বেলকুচিতে শিক্ষাপ্রতিষ্ঠানের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি

বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি

ফেব্রুয়ারি ১৭, ২০২৪, ০১:২৩ পিএম


বেলকুচিতে শিক্ষাপ্রতিষ্ঠানের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

জমজমাট আয়োজনে জ্ঞানাঙ্কুর আইডিয়াল স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার তামাই গ্রামের জ্ঞানাঙ্কুর আইডিয়াল স্কুল সংলগ্ন মাঠেএ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে স্কুলের পরিচালনা পর্ষদের সভাপতি শফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সিরাজগঞ্জ সরকারি কলেজের সহকারী অধ্যাপক মানচিত্র কুমার পাল।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জ্ঞানাঙ্কুর আইডিয়াল স্কুলের অধ্যক্ষ মো. আতিকুজ্জামান, জাহিদুল ইসলাম, ডা. উত্তম কুমার বিশ্বাস প্রমুখ।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মানচিত্র কুমার পাল বলেন- জাতির ভবিষ্যৎ কর্ণধার শিশুদের শারীরিক ও মানসিক বিকাশের জন্য লেখাপড়ার পাশাপাশি খেলাধুলাসহ বিভিন্ন সহপাঠ কার্যক্রমের গুরুত্ব দিতে হবে। আজকের শিশুদেরকে ভবিষ্যতের দক্ষ ও স্মার্ট নাগরিক হিসেবে গড়ে তোলার জন্য অভিভাবক, শিক্ষকসহ উপস্থিত সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন।

সকালে জাতীয় সংগীতের মাধ্যমে পতাকা উত্তোলন ও বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে উৎসব শুরু হয়। দলগত ডিসপ্লে, মশাল প্রজ্বলনের পর সাংস্কৃতিক পর্বে অনুষ্ঠিত হয় নাচ, গানসহ বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান।

প্রতিযোগিতা শেষে বিজয়ীদের আকর্ষণীয় উপহার, ক্রেস্ট, মেডেল ও সার্টিফিকেট প্রদান করা হয়।

ইএইচ

Link copied!