Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

বরিশালে সড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ

বরিশাল ব্যুরো

বরিশাল ব্যুরো

ফেব্রুয়ারি ১৭, ২০২৪, ০১:৫৯ পিএম


বরিশালে সড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ

অবিলম্বে ব্যাটারিচালিত যানবাহনের বিআরটিএ স্বীকৃত লাইসেন্স, অযৌক্তিকভাবে ব্যাটারিচালিত যানবাহনকে ট্রাফিক হয়রানি ও মামলা দেয়া বন্ধ, মামলার জরিমানা অনধিক ৫০০ টাকা করতে করা, গুরুত্বপূর্ণ পয়েন্টে পার্কিং স্ট্যান্ড নির্মাণ করাসহ বিভিন্ন দাবিতে বরিশালে সড়ক অবরোধ ও বিক্ষোভ মিছিল করেছেন ব্যাটারিচালিত রিকশা-ভ্যান-ইজিবাইক চালক সংগ্রাম পরিষদ ও সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের শ্রমিকরা।

শনিবার সকাল ১১টায় বরিশাল নগরীর অশ্বিনী কুমার টাউন হলের সামনে সড়ক অবরোধ করে ঘন্টাব্যাপী বিক্ষোভ মিছিল করেন তারা।

এতে সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। দুর্ভোগে পড়েন গাড়ির শত শত যাত্রী।

বরিশাল জেলা ব্যাটারিচালিত রিকশা-ভ্যান-ইজিবাইক চালক সংগ্রাম পরিষদের সভাপতি দুলাল মল্লিকের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন- বাদস সদস্য সচিব ডা. মনিষা চক্রবর্তী।

পরে নগরীর ৩০টি ওয়ার্ড থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে শ্রমিক-চালকরা সদররোডে এসে সড়ক অবরোধ কর্মসূচিতে অংশগ্রহণ করে কয়েক হাজার ব্যাটারী চালিত, ভ্যান ও ইজিবাইক শ্রমিক সংগঠনের সদস্যরা। সমাবেশ শেষে পরে নগরীর কয়েকটি গুরুত্বপূর্ণ সড়কে বিক্ষোভ প্রদশর্ন করেন।

ইএইচ

Link copied!