বেগমগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি
ফেব্রুয়ারি ১৭, ২০২৪, ০৪:০৩ পিএম
বেগমগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি
ফেব্রুয়ারি ১৭, ২০২৪, ০৪:০৩ পিএম
নোয়াখালীর প্রধান বাণিজ্যিক কেন্দ্র চৌমুহনী বাজারের দীর্ঘদিন যাবত পরিত্যক্ত তুলাতলি খাল উদ্ধারে পরিচ্ছন্নতা অভিযান শুরু করেছে উপজেলা প্রশাসন ও চৌমুহনী পৌরসভা।
শনিবার সকালে বিডি ক্লিনের সহযোগিতায় পরিচ্ছন্নতা অভিযান কার্যক্রমের উদ্বোধন করেন নোয়াখালী-৩ আসনের সংসদ সদস্য মামুনুর রশিদ কিরণ।
এ সময় চৌমুহনী পৌর মেয়র খালেদ সাইফুল্যাহ, উপজেলা নির্বাহী অফিসার মহিনুল হাসান, এসিল্যান্ড আসিফ আল জিনাত, উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান নুর হোসেন মাসুদ, উপজেলা মৎস্য অফিসার আলমগীর হোসেন আজাদি, চৌমুহনী প্রেসক্লাবের সভাপতি আশরাফ ছিদ্দিকী বাবু, সমাজ সেবী জাফর ইকবাল রুপকসহ অনেকে উপস্থিত ছিলেন।
বড় পোল থেকে কমফোর্ট হাসপাতাল পর্যন্ত ১২শ মিটার খাল পরিষ্কারে কাজ করছে বিডি ক্লিনের প্রায় তিনশ কর্মী। তাদের সহযোগিতায় আছে পৌরসভার পরিচ্ছন্নতা কর্মী ও পৌর পরিবহণ।
পরিচ্ছন্নতা অভিযান অংশগ্রহণ করে সংসদ সদস্য মামুনুর রশিদ কিরণ বলেন, খালটি উদ্ধার হলে পানির প্রবাহ বাড়বে, মশা-মাছিসহ ডেঙ্গুর উপদ্রব কমবে এবং এ এলাকার জীববৈচিত্র্য সংরক্ষণ হবে।
ইএইচ