Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

নড়াইল জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি পঙ্কজ, সম্পাদক বিশ্বনাথ

নড়াইল প্রতিনিধি

নড়াইল প্রতিনিধি

ফেব্রুয়ারি ১৮, ২০২৪, ০২:৫৯ পিএম


নড়াইল জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি পঙ্কজ, সম্পাদক বিশ্বনাথ

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ নড়াইল জেলা শাখার কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে আগামী দুবছরের জন্য অ্যাডভোকেট পঙ্কজ বিহারী ঘোষ অন্ন সভাপতি এবং বিশ্বনাথ কুন্ডু সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

এর আগে শনিবার নড়াইল জেলা পূজা উদযাপন পরিষদের আয়োজনে নড়াইল টাউন কালীবাড়ি মন্দিরে পূজা উদযাপন পরিষদের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।

নড়াইল জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অশোক কুমার কুন্ডুর সভাপতিত্বে সম্মেলনের উদ্বোধন করেন জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন- বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি জেএল ভৌমিক। বিশেষ অতিথির বক্তব্য দেন- বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক অধ্যাপক চন্দ্রনাথ পোদ্দার।

এ সময় আরও বক্তব্য দেন- বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি অ্যাডভোকেট তাপস পাল, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের যুগ্ম-সাধারণ সম্পাদক শ্রী সুব্রত পাল, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সাংগঠনিক সম্পাদক শ্রী সাগর হালদার, সদস্য সমীর রায় প্রমুখ।

ইএইচ

Link copied!