Amar Sangbad
ঢাকা রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫,

অভয়নগরে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা

অভয়নগর (যশোর) প্রতিনিধি

অভয়নগর (যশোর) প্রতিনিধি

ফেব্রুয়ারি ১৮, ২০২৪, ০৪:১০ পিএম


অভয়নগরে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা

যশোরের অভয়নগরে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

রোববার সকালে উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে বাগদাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

এদিন উপজেলা পর্যায় ক্রীড়া, সাংস্কৃতিক, বিষয়ভিত্তিক কুইজ ও কাবিং জাতীয় শিক্ষা পদক প্রতিযোগিতায় অনুষ্ঠিত হয়েছে।

প্রতিযোগিতা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মুহা আবুল কাশেম, নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম মল্লিক, উপজেলা সহকারী শিক্ষা অফিসার অরূপ কুমার লস্কর, সঞ্জয় দাস, জি এম ওসমান গণি, মোহাম্মদ মনিরুজ্জামান, নওয়াপাড়া প্রেসক্লাবের দপ্তর সম্পাদক শাহিন আহমেদ, বাগদা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মতিউর রহমান খান, প্রধান শিক্ষক আজমিরা সুলতানা, আড়পাড়া প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তপন কুমার মন্ডল, বাঁকারডাঙ্গা সরকারি প্রাথমিকের বিদ্যালয়ের প্রধান শিক্ষক গুরুচাঁদ মন্ডল, নওয়াপাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহিনুল ইসলাম, সাভারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল আলিম খান, একতারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহিনা পারভিন, কোটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ফেরদৌসুর রহমান প্রমুখ।

প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন এলাকার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীর অংশগ্রহণ করে। পরে অতিথিরা কৃতি শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন।

ইএইচ

Link copied!