Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪,

প্রেমের ফাঁদে ফেলে অপহরণ, আটক ৬

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাট প্রতিনিধি

ফেব্রুয়ারি ১৮, ২০২৪, ০৪:১৮ পিএম


প্রেমের ফাঁদে ফেলে অপহরণ, আটক ৬

বাগেরহাটে ফেসবুকে প্রেমের ফাঁদে ফেলে মুক্তিপণ আদায়ের জন্য অপহরণ করা কলেজ শিক্ষার্থীকে উদ্ধার ও ৬ অপহরণকারীকে আটক করেছে পুলিশ।

শনিবার গভীর রাতে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এই অপহরণকারীদের আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার মো. রাসেলুর রহমান।

আটককৃতরা হলেন, সৈয়দ আল হারুণ (২০), মো. তানিম হোসেন (২৩), সুজন শেখ (২৫), মো. ডালিম ফরাজী (২০), মো. সুজন শেখ (২০) ও সেলিম মীর (৫৫)। তাদের বাড়ি বাগেরহাট ও পিরোজপুর জেলার বিভিন্ন এলাকায়।

অপহৃত শিক্ষার্থী রবিউল শেখ স্বাধীন বাগেরহাট সদর উপজেলার যাত্রাপুর এলাকার ওমেদ আলী শেখের ছেলে। সে সরকারি পিসি কলেজের স্নাতক ৩য় বর্ষের শিক্ষার্থী।

পুলিশ জানায়, বাগেরহাট সদর উপজেলার যাত্রাপুর এলাকার রবিউল শেখ স্বাধীনের সঙ্গে শারমিন আক্তার শিলা নামের একটি ফেসবুক আইডির পরিচয় হয়। ১৬ ফেব্রুয়ারি রাতে জন্মদিনের উপহার নিতে মাইক্রোবাস নিয়ে যাত্রাপুর এলাকায় রবিউলের বাড়ির সামনে আসে শিলা। সেখানে রবিউলকে মাইক্রোবাসে উঠতে বলে শিলা। রবিউল গাড়িতে ওঠার সাথে সাথে ভেতরে থাকা অপহরণকারীরা তার হাত-পা বেঁধে ফেলে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া নিয়ে যায়। পরে রবিউলের মুঠোফোন থেকে তার পরিবারকে ফোন করে এক লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে।

পরে রবিউলের বাবা অভিযোগ করলে পুলিশ তাকে উদ্ধার করতে অভিযান শুরু করে। অভিযান চালিয়ে শনিবার গভীর রাতে চিতলমারী উপজেলার শৈলদাহ গুচ্ছগ্রাম থেকে অপহৃতকে উদ্ধার করা হয় এবং পরে একই রাতে পিরোজপুর জেলার নাজিরপুর এলাকা থেকে ৬ অপহরণকারীকে আটক করা হয়েছে।

তিনি বলেন, আমরা রবিউলকে উদ্ধার ও অপহরণের সঙ্গে জড়িত ৬ জনকে আটক করেছি। এই চক্রের সঙ্গে আরও কিছু লোক জড়িত রয়েছে। যারা বিভিন্ন সহজ সরল মানুষকে ফাঁদে ফেলে মুক্তিপণ আদায়ের চেষ্টা করেন। এই চক্রের সঙ্গে আরও যারা জড়িত রয়েছে তাদের গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।

ইএইচ

Link copied!