Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

কেরানীগঞ্জে সাগর হত্যা মামলায় জড়িত রাব্বি গ্রেপ্তার

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি

ফেব্রুয়ারি ১৮, ২০২৪, ০৫:৪১ পিএম


কেরানীগঞ্জে সাগর হত্যা মামলায় জড়িত রাব্বি গ্রেপ্তার

ঢাকার কেরানীগঞ্জে সাগর হত্যা মামলায় জড়িত পলাতক অন্যতম আসামি রাব্বি ওরফে পাইলট রাব্বি’কে গ্রেপ্তার করেছে র‌্যাব-১০।

গ্রেপ্তারকৃত আসামি দক্ষিণ কেরানীগঞ্জ থানার চুনকুটিয়া এলাকার নিজাম উদ্দিনের ছেলে বলে জানা যায়।

রোববার দুপুরে র‌্যাব-১০ এর অধিনায়ক (সিও) অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ ফরিদ উদ্দিন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, শনিবার রাতে র‌্যাব-১০ এর একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানার চুনকুটিয়া এলাকায় একটি অভিযান পরিচালনা করে। অভিযানে সাগর হত্যা মামলায় জড়িত পলাতক আসামি মো. নাজমুল হোসেন হোসেন রাব্বি ওরফে পাইলট রাব্বি (২৪) গ্রেপ্তার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে, গ্রেপ্তার আসামি হত্যাকাণ্ডের সঙ্গে সম্পৃক্ততার কথা স্বীকার করে। সে হত্যাকাণ্ডের পর নিজেকে আইনের হাত থেকে বাঁচানোর জন্য কেরানীগঞ্জসহ দেশের বিভিন্ন এলাকায় আত্মগোপন করে ছিল বলে জানা যায়।

গ্রেপ্তার আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান র‌্যাবের এই কর্মকর্তা।

ইএইচ

Link copied!