Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

ফরিদপুরে বিদ্যুৎস্পৃষ্টে টাইলস মিস্ত্রির মৃত্যু

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুর প্রতিনিধি

ফেব্রুয়ারি ১৮, ২০২৪, ০৮:৪৪ পিএম


ফরিদপুরে বিদ্যুৎস্পৃষ্টে টাইলস মিস্ত্রির মৃত্যু

ফরিদপুরের ভাঙ্গায় বিদ্যুৎস্পৃষ্টে রাশেদুল শেখ (১৭) নামে এক টাইলস মিস্ত্রির মৃত্যু হয়েছে।

রোববার দুপুরের দিকে ভাঙ্গা পৌর সদরের পূর্ব হাসানদিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত টাইলস মিস্ত্রি রাশেদুল শেখ ফরিদপুর কোতোয়ালি থানার কবিরপুর গ্রামের আব্দুর রাজ্জাক শেখের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, নিহত রাশেদুল শেখ মাগুরার জাহিদ মিস্ত্রির অধীনে টাইলসের কাজ করেন। ভাঙ্গা পৌরসদরের পূর্ব হাসানদিয়া গ্রামের বাচ্চু মুন্সির বাড়ি দুইতলা ভবনে টাইলসের কাজ করছিলেন। বিল্ডিংয়ের পেছন পাশে কাজ করার সময় বিদ্যুতের তারে জড়িয়ে তার মৃত্যু হয়।

এ বিষয়ে ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশিদ বলেন, এ ঘটনায় অপমৃত্যুর মামলা হবে। কোনো পক্ষের অভিযোগ না থাকায় নিহতের মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।

ইএইচ

Link copied!